মালদা

রহস্য জনক মৃত্যু ছেলের, বাবার ধুপকাঠির মশলা তৈরির কারখানা থেকে উদ্ধার ছেলের রক্তাক্ত দেহ


রহস্য জনক মৃত্যু ছেলের, বাবার ধুপকাঠি তৈরির কারখানা থেকে উদ্ধার ছেলের রক্তাক্ত  দেহ । জানা যায়, পুরাতন মালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে সামন্ডায় কলোনিতে রয়েছে হরিমহন হালদারের একটি ধুপকাঠির মশলা  তৈরির কারখানা। আর সেই কারখানা থেকে উদ্ধার হল কারখানার মালিকের ছেলের  রক্তাক্ত আহত দেহ। এরপর তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। মৃতের নাম পরপিতা হালদার। 
        মৃতের বাবার অভিযোগ তার ছেলেকে খুন করা হয়েছে। তার অভিযোগ তার ছেলেকে খুন করেছে তারই ভাগনা মানিক হালদার।   কারন এই ঘটনা হওয়ার সময় তার ছেলে ও ভাগনা মানিক হালদার ছাড়া ওই কারখানাইসেই সময় আর কেউ ছিল না। মৃতের বাবা বলেন যদি তার ছেলে মশলা তৈরির কারখানায় পরে যেত তাহলে অন্যরকম আঘাত থাকতো শরীরে। কিন্তু তার মাথা, বুক,হাতে যে আঘাত রয়েছে তা দেখে মনে হচ্ছে তাকে মেরে ওই মেশিনে ফেলে দেওয়া হয়েছে। মালদা থানায় অভিযোগ জানানো হলে। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্ত ভাগনা মানিক হালদারকে আটক করে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কীভাবে ঘটেছে এই ঘটনা ও তার মুল রহস্যটাই বা কি। তা খতিয়ে দেখতে  ঘটনার তদন্তে পুলিশ।